জেনে নিন সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী কি কি খোলা থাকবে
১. পাড়ার দোকান, রেসিডেন্সিয়াল এবং মার্কেট কমপ্লেক্স-এ থাকা দোকান যেগুলি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ এলাকায় শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনে নথিভুক্ত।
২.  ই কমার্স সংস্থাগুলি( যেমন- অ্যামাজন, ফ্লিকার্ট, স্নাপডিল) শুধুমাত্র অত্যাবশ্যকীয় পন্যের সরবরাহ করতে পারবে।
৩. পুর ও পুরনিগম এলাকায় শুধু স্ট্যান্ড অ্যালোন শপ এবং রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের দোকান।
৪. অত্যাবশ্যকীয় নয় এমন পন্যের দোকানও খোলা থাকবে, তবে সেখানে লকডাউনের নিয়ম মানতে হবে এবং কাজ হবে ৫০ শতাংশ কর্মী নিয়ে।

যা যা বন্ধ থাকবে

১. সিঙ্গেল ও মাল্টি ব্রান্ডের মল।
২. প্রেক্ষাগৃহ ও কমপ্লেক্সে থাকা দোকান।
৩.শপিং কমপ্লেক্সে এবং মার্কেট কমপ্লেক্সে থাকা দোকান।
৪. মদের দোকান।