আমাদের অনেকেরই বাড়িতে এসি রয়েছে, এখন গরমে এসির বিকল্প হয়না। কিন্তু ইতিমধ্যে কয়েকটি গবেষনায় বলা হয়েছে এসির হাওয়াতেও থাকতে পারে কোভিড-১৯ এর ভাইরাস, এই ভাইরাস এসির হাওয়ার মাধ্যমে অনেকক্ষণ জীবিত থাকতে পারে এবং ছড়াতেও পারে । ফলে প্রচুর মানুষ আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যে কেন্দ্র থেকে একটি বিশেষ গাইডলাইন প্রকাশ করা হয়েছে, যাতে বলা হয়েছে কিভাবে এবং কত তাপমাত্রায় এসি চালানো নিরাপদ।
জেনে নিন, কিভাবে এইসময়ে এসি ব্যাবহার করবেন
বিশেষজ্ঞরা এই বিষয়ে
উপদেশ দিয়েছেন, তারা বলেছেন ঘরে ৪০ থেকে ৭০ শতাংশ আদ্রতা বজায় রাখতে হবে এবং এসির
তাপমাত্রা হবে ২৪ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি এর মধ্যে। শুষ্ক এবং আদ্র আবহাওয়াতে এসির
তাপমাত্রা হবে যথাক্রমে ৩০ ও ২৪ ডিগ্রি। তাছাড়া আরও খেয়াল রাখতে হবে এসি চালানোর
পরেও অল্প হলেও যেন বাইরের হাওয়া ঘরে
প্রবেশ করতে পারে।
0 মন্তব্যসমূহ