চিনের উদ্যোগে এবার মাউন্ট এভারেস্টে পাওয়া যাবে ৫জি পরিষেবা। তিব্বতের দিক থেকে যারা মাউন্ট এভারেস্ট উদ্দেশ্যে যাত্রা করবেন তারা এই পরিষেবা পাবেন অর্থাৎ তারা বিশ্বের সঙ্গে খুব সহজেই যোগযোগ করতে পারবেন। গত বৃহস্পতিবার থেকে মাউন্ট এভারেস্টের ৬,৫০০ মিটার উচ্চতায় একটি নতুন বেসক্যাম্প , এখন সর্বমোট তিনটি বেসক্যাম্প রয়েছে। চিনের সরকারি টেলিকম সংস্থা “চায়না মোবাইল” এর তথ্য অনুসারে  তিনটি বেসক্যাম্পেই ৫জি নেটওয়ার্ক পাওয়া যাবে এর সাথে মাউন্ট এভারেস্টের শৃঙ্গের উত্তরাংশে পাওয়া যাবে এই সিগন্যাল। চিনের দেওয়া তথ্য অনুযায়ী এই ৫জি স্টেশন গড়ে তুলতে ১৪ লক্ষ মার্কিন ডলার খরচ হয়েছে। বলা হচ্ছে, ৫জি নেটওয়ার্ক এর মাধ্যমে পর্বতারোহীরা গোটা বিশ্বের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করতে পারবে এবং তাদের কোনো বিপদ হলে তাও সহজেই জানা যাবে।