সরকার কিছুদিন আগেই লকডাউন এর মেয়াদ আরও ২ সপ্তাহ বৃদ্ধি করেছে। তবে আগের দুটি লকডাউনের তুলনায় লকডাউন ৩.০ তে বেশকিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।  কোথায় কোন যানবাহন চলবে এই নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, অবশ্য সরকারের তরফ থেকে এই নিয়ে লম্বা তালিকা প্রকাশ করা হয়েছে। সরকারের তরফ থেকে প্রদান করা নির্দেশিকাতে বলা হয়েছে নির্দিষ্ট জেলার মধ্যে একমাত্র ট্যাক্সি এবং প্রাইভেট গাড়ি চালানো যাবে, এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে লাগবে অনুমোদন। আরও বলা হয়েছে যেকোনো চারচাকা গাড়িতে  ২ জনের বেশি যাত্রী ওঠানো যাবে না, টু হুইলার যেমন বাইক, স্কুটারের পেছনে কোনো যাত্রীকে বসানো চলবে না, কেবলমাত্র গ্রিন জোনে বাস চলাচল করবে।