লকডাউন ৩.০ চালু হল। নতুন করে লকডাউনের মেয়াদ ১৭ মে পর্যন্ত বাড়ানো হল। সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ৬৫ বছরের  উপরের বৃদ্ধ, প্রসূতি মহিলা এবং শিশুরা যেন বাড়িতেই থাকে। এছাড়াও যাদের বিভিন্ন শারীরিক রোগ রয়েছে তাদেরও বাড়িতেই থাকতে বলা হচ্ছে। তবে একমাত্র খুব জরুরী প্রয়োজন এবং ওষুধ কেনার জন্যেই বাড়ি থেকে বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে স্থান  বিশেষে আগের দুটি লকডাউনের মতো অত শর্ত থাকবে না।