বর্তমানে সারা বিশ্ব একটি বিষয় নিয়েই চিন্তিত তা করোনা ভাইরাস। ভারতেও এই ভাইরাস থাবা বসিয়েছে। সবার মনে একটিই প্রশ্ন, কবে চিরতরে বিদায় নেবে করোনা ভাইরাস ?  ঠিক এমন সময়েই সিঙ্গাপুর-এর এক বিশ্ববিদ্যালয়ের এর গবেষণায় উঠে এল এক দারুন তথ্য। ঐ গবেষণায় উঠে আসা তথ্য অনুযায়ী মে মাসের ২০ তারিখে নাকি ভারত থেকে করোনা ভাইরাস বিদায় নেবে। ঐ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এআই এর মাধ্যমে গবেষনা করেন। তারা ভারতে করোনা পরিস্থিতি মেপে দেখেন । সেই গবেষণায় উঠে আসা নানান তথ্যের ভিত্তিতে ঐ গবেষকরা মনে করছেন মে মাসের ২০ তারিখের থেকে করোনা পরিস্থিতি লঘু হতে থাকবে।  ইতিমধ্যে বিশ্বের যে দেশগুলি সবচেয়ে বেশি এই  ভাইরাস দ্বারা আক্রান্ত সেই দেশগুলির উপর গবেষণা চালিয়েছিল এই বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত উল্লেখ্য,  ফ্রান্স, স্পেন প্রভৃতি দেশের ব্যাপারে তাদের তথ্য কার্যকরী হয়েছিল।