এবার whatsapp স্ট্যাটাসে ভিডিও পোস্ট করতে হলে সেটিকে ১৫ সেকেন্ডের ভিডিওতে ক্রোপ ক্রোপ করতে হবে। আগে ৩০ সেকেন্ড অবধি ভিডিও পোস্ট করা যেত। কিন্তু বর্তমানে লকডাউনের প্রভাবে ভারতে ইন্টারনেটের চাহিদা ২০ থেকে ৩০ % বৃদ্ধি পেয়েছে ফলে bandwidth হ্রাস পেয়েছে। Bandwidth হ্রাস পাওয়ার ফলে ইন্টারনেট এর গতি বহুগুন কমেছে। এই কারনে যাতে এই পরিকাঠামোয় জরুরি পরিষেবাগুলি প্রদান করতে কোনো সমস্যা না হয় সেই জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন streaming অ্যাপে ( যেমন ইউটিউব, ফেসবুক, অ্যামাজন প্রাইম, জি ফাইভ, টিকটক ইত্যাদি) HD, Ultra HD অপশন বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলিতে ৪৮০ পিক্সেলের বেশি বিটরেটে ভিডিও দেখা যাবে না। আশা করা যায় করোনার প্রভাব হ্রাস পেলে আবার সব সাধারণ হবে।
0 মন্তব্যসমূহ